ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর ডিবি হেফাজতে

ইবাংলা প্রতিবেদক

ডাকসুর সাবেক ভিপি এবং আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

Islami Bank

আরও পড়ুন…সরকারি চাকরিতে ৩৫ প্রত্যাশীদের পুলিশের টিয়ারশেল নিক্ষেপ 

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এই তথ্য নিশ্চিত করে জানান যে, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে, যেগুলোর ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্যই তাকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

one pherma

আশির দশকে ছাত্রলীগের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। তিনি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একমাত্র ছাত্রলীগের সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘ সময় যুক্ত থাকার পর তিনি বর্তমানে নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের একজন শীর্ষ নেতা হিসেবে সক্রিয় রয়েছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us