মুখোশ ফাঁস করলেন শ্রীলেখা, নুসরাতকে কুৎসিত মন্তব্যকারীর

ইবাংলা বিনোদন প্রতিবেদক

তাদের নিজেদের নিরাপত্তার দাবিতে রাজপথে নেমে প্রতিবাদে অংশ নেন বহু মানুষ, যার সঙ্গে পুরুষেরাও সহমত পোষণ করেন। তবে কিছুদিন পরই এ চিত্রের বিপরীত দিকও সামনে আসে। আর জি কর কাণ্ডে বিচার চেয়ে যারা ‘প্রতিবাদী’ প্রোফাইল পিকচার ব্যবহার করেছিলেন, তাদেরই একজন পুরুষ অভিনেত্রী নুসরাত জাহানের ছবি শেয়ার করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনায় নেট দুনিয়ায় উত্তেজনা সৃষ্টি হয়।

Islami Bank

আরও পড়ুন…সরকারি চাকরিতে ৩৫ প্রত্যাশীদের পুলিশের টিয়ারশেল নিক্ষেপ 

সোশ্যাল মিডিয়ায় নারীরা প্রায়ই বিদ্রূপের শিকার হন, বিশেষ করে তারকাদের ক্ষেত্রে এ প্রবণতা যেন আরও বেশি। সম্প্রতি নুসরাত জাহান তার একটি ছবি প্রকাশ করলে তাতেও নেতিবাচক মন্তব্যের ঝড় ওঠে। ছবিতে নুসরাতকে একটি ছাই-নীল রঙের পোশাকে দেখা যায়, হাতে চুরি ও কানে দুল পরা, এবং তিনি এক আলোকময় পরিবেশে একাগ্রচিত্তে তাকিয়ে আছেন। এই ছবির ওপর ভিত্তি করে একজন ব্যক্তি কটাক্ষ করে লেখেন, “নর্দমাতে পলিথিন পড়ে থাকলে যেমন দেখায়, ঠিক তেমনই লাগছে।”

one pherma

অভিনেত্রী শ্রীলেখা মিত্র এ ধরনের মন্তব্যের প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় সেই ব্যক্তির মুখোশ উন্মোচন করেন এবং সকলকে এ ধরনের মানুষের প্রতি সতর্ক থাকতে আহ্বান জানান। তিনি আরও বলেন, “নুসরাত হোক বা অন্য কেউ, এমন মন্তব্য করা একেবারেই অনুচিত। এ ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে তাদের মুখোশ খুলে দেওয়া উচিত, যতক্ষণ না তারা ক্ষমা চায়।”

শ্রীলেখা আরও উল্লেখ করেন, “সাইবার ক্রাইমের আইন আরও কঠোর হওয়া উচিত। নুসরাত আমার ঘনিষ্ঠ নন, কিন্তু এ ধরনের হয়রানির বিরুদ্ধে অবশ্যই আওয়াজ তুলতে হবে।” শ্রীলেখার এই বক্তব্যে নেটিজেনদেরও সমর্থন দেখা যায়, এবং সবাই এ ধরনের দ্বিমুখী আচরণকারীদের থেকে সাবধান থাকার পরামর্শ দেন।

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us