ছ্যাচড়া, ১৮ বছর ধরে আমাকে ফলো করছে, : সোহানা সাবা

ইবাংলা বিনোদন ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আওয়ামীপন্থী অভিনয়শিল্পীদের নিয়ে গঠিত ‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। এ গ্রুপে তার ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন অনেক নেটিজেন।

আরও পড়ুন…মুখোশ ফাঁস করলেন শ্রীলেখা, নুসরাতকে কুৎসিত মন্তব্যকারীর

এরপর থেকেই বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরোক্ষভাবে সমালোচকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে আসছেন সাবা। সম্প্রতি, এক ফেসবুক স্ট্যাটাসে তিনি তার দৃষ্টিতে ‘ছ্যাচড়া’ কারা, তা নিয়ে মন্তব্য করেন।

সম্প্রতি সোহানা সাবার ফেসবুক আইডি থেকে ‘আলো আসবেই’ গ্রুপে যোগদানের জন্য অনুসারীদের ইনভাইটেশন পাঠানো হয়। তবে, তিনি পরবর্তীতে এক স্ট্যাটাসে দাবি করেন, এ কাজ তার নয়, বরং তার আইডি হ্যাক করার চেষ্টার অংশ হিসেবে এমনটি করা হয়েছে।

এরপর আরও একটি স্ট্যাটাসে কিছু ব্যক্তির উদ্দেশ্যে সাবা লেখেন, “কিছু ব্যক্তি, যারা গত ১৮ বছর ধরে আমাকে ফলো করে আসছেন, ইনবক্সে মেসেজ পাঠাচ্ছেন, আর ফ্রেন্ডলিস্টে জায়গা পেতে রিকোয়েস্ট করে আসছেন, তারা আমার হ্যাকড আইডি থেকে পাওয়া ইনভাইটেশন পেয়ে অনেক আনন্দিত।”

তিনি তাদেরকে ‘ছ্যাচড়া’ বলে উল্লেখ করে লেখেন, “তাদের ছ্যাচড়ামির বড় প্রমাণ দিতে তারা রিকোয়েস্টের স্ক্রিনশট শেয়ার করে লাইক-কমেন্ট কামাতে উৎসাহী। হ্যাঁ, আপনি অনেক বড় ‘লায়েক’!”

শেষে সাবা সংযোজন করেন, “যদিও আমি নিশ্চিত, যদি আমার ভাই বা কোনো সুদর্শন ও সুশিক্ষিত পুরুষ হতো, তাহলে তারা এই ক্ষুদ্র ঘটনায় নিজেদের সম্মানহানি করত না।”

এর আগে, আরেকটি স্ট্যাটাসে সাবা সবাইকে সতর্ক করে বলেন, “আপনার যদি কিছু বলার থাকে, নিজের সোশ্যাল মিডিয়া ওয়ালে বলুন। আমার কমেন্ট বক্সে এসে লাইক-কমেন্ট-শেয়ার বাড়ানোর চেষ্টা করলে আমি আপনাকে কট করে কেটে দেব।”

উল্লেখ্য, ছাত্র আন্দোলনে সোহানা সাবার ভূমিকা নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছিল। বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রচারণায় অংশ নেওয়ার কারণে তাকে নিয়ে সমালোচনা অব্যাহত রয়েছে।

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us