গার্মেন্টস শিল্পের অস্থিরতায় উসকানি দিচ্ছে একটি গ্রুপ: শ্রম উপদেষ্টা

ইবাংলা প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেছেন, গার্মেন্টসে ছড়ানো অস্থিরতায় একটি গ্রুপ উস্কানি দিচ্ছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

Islami Bank

আরও পড়ুন…রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

উপদেষ্টা জানান, সাভারে এক শ্রমিক নিহতের ঘটনার পর শ্রমিকদের মধ্যে থেকে প্রথম গুলি ছোঁড়া হয়, যা পরিস্থিতি সহিংস করে তোলে। তিনি অভিযোগ করেন, গুজব ছড়িয়ে শ্রমিকদের আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি দাঁড় করানো হয়েছিল, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে পাল্টা গুলি ছুঁড়তে বাধ্য হতে হয়।

one pherma

নিহত শ্রমিকের পরিবারকে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করার কাজ চলছে।

তিনি আরও বলেন, যেসব কারখানার মালিক বেতন দিচ্ছেন না, তাদের জবাবদিহিতার মুখোমুখি করা হবে এবং চাপ প্রয়োগের মাধ্যমে বকেয়া বেতন আদায় করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক করতে সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা।

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us