অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যদি তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকে, সেই বিবরণীও জমা দিতে হবে।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করা হয়েছে। নীতিমালায় উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিরা যারা সরকার বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আছেন, তারা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন।
তাদের স্ত্রী বা স্বামীর আলাদা আয় থাকলে সেই আয় ও সম্পদ সম্পর্কিত বিবরণীও একইসঙ্গে জমা দিতে হবে। এ জন্য একটি নির্দিষ্ট ছকও প্রদান করা হয়েছে, যা অনুযায়ী বিবরণী জমা দিতে হবে।
অন্যদিকে, দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশনা ছিল আগেই। তবে, এ বছর তা ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত ফরমে নিজ নিজ মন্ত্রণালয় বা দফতরে এ বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.