২৫ নভেম্বর শুরু স্কুলে ভর্তির আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২৫ নভেম্বর সারাদেশের সরকারি-বেসরকারি স্কুলগুলোতে আগামী শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে। সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলেও কেন্দ্রীয়ভাবে লটারির আয়োজন করা হবে করোনা পরিস্থিতির কারণে।

Islami Bank

বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক কর্মকর্তারা জানিয়েছেন।

সভায় জানানো হয়, আগামী (৮ ডিসেম্বর) পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। টেলিটকের মাধ্যমে ভর্তি ফি, লটারি ও ফল প্রকাশ করা হবে। অধিদপ্তরের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের পাঠানোর পর ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঐ কর্মকর্তারা ।

one pherma

সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমবারের মতো সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি লটারি কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে। সরকারি স্কুলে ভর্তির লটারি ১৫ ডিসেম্বর ও বেসরকারি স্কুলের লটারি ১৯ ডিসেম্বর আয়োজন করা হবে। বেসরকারি স্কুলে ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

ইবাংলা/নাঈম/১১ নভেম্বর, ২০২১

Contact Us