নিজের রিভলভারে আহত অভিনেতা গোবিন্দ-রজনীকান্ত হাসপাতালে

ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত-কে হৃদরোগ সংক্রান্ত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে (৩০ অক্টোবর) হৃদরোগ সংক্রান্ত সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

আরও পড়ুন

শিশু নায়িকার সঙ্গে এবার রণবীরের রোমান্স

Islami Bank

প্রতিবেদনে বলা হয়, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। রজনীকান্তের স্ত্রী লাথা বলেছেন, এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন এই সুপারস্টার। সম্প্রতি, স্বাস্থ্যের অবনতিকে কারণ হিসেবে দেখিয়ে রাজনীতি থেকেও বেরিয়ে এসেছেন ৭৬ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতা।

উল্লেখ্য, ‘ভেট্টিয়ান’ সিনেমার মধ্য দিয়ে ১৭০তম সিনেমা তৈরির রেকর্ড গড়তে চলেছেন সুপারস্টার রজনীকান্ত।

one pherma

অন্যদিকে নিজের রিভলভারে আহত অভিনেতা গোবিন্দ
নিজের রিভলভারের গুলিতে-ই আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। এরপর গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এ অভিনেতা। মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে ৪টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দের ম্যানেজার শশী সিংহ আনন্দবাজারকে জানান, ‘কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। বাড়ি থেকে বের হওয়ার আগে ব্যক্তিগত পিস্তলটি রাখতে গেলে সেটি হাত থেকে মাটিতে পড়ে গিয়ে দুর্ঘটনাবশত গুলি বের হয়ে যায়। এতে গোবিন্দের পায়ে গুলি লাগে।‘

আরও পড়ুন

নেচে ঝড় তুললেন নাগা-সাই পল্লবী

উল্লেখ্য, পায়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় আপাতত আইসিইউতে ভর্তি রয়েছেন গোবিন্দ। চিকিৎসকদের এক বিশেষ দল তার চিকিৎসা করছেন।

ই-বাংলাঃ জে ডি সি

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us