ছত্রিশগড়ে জঙ্গলে অভিযান, প্রাণ গেল ৩৬ মাওবাদীর

বছর দেড়েকের মধ্যে নকশালবাদের অবসান ঘটানোর আশা করছে সরকার।

ভারতের ছত্তিশগড়ের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৬ জন মাওবাদী নিহত হয়েছে।ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বৃহস্পতিবার মাওবাদীবিরোধী ওই অভিযান শুরু করে।

সম্পর্কিত খবর
Islami Bank

সূত্রের বরাতে এনডিটিভি লিখেছে, অভিযানে এ কে সিরিজসহ বেশ কয়েকটি অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ওরচা ও বারসুর থানার গোভেল, নেনদুর ও থুলথুলি গ্রামে যৌথ অভিযানে পৃথক দল পাঠানো হয়। নিরাপত্তা সদস্যরা ওই গ্রামগুলোতে চিরুনি অভিযান শুরু করে।

শুক্রবার দুপুরে নেন্দুর-থুলথুলি সংলগ্ন জঙ্গলে এনকাউন্টার শুরু হয়। নিরাপত্তা সদস্যদের ধাওয়া খেয়ে বাকি মাওবাদীরা জঙ্গলের আরও গভীরে পিছু হটেছে।

one pherma

এই অভিযান বড় ধরনের ছিল জানিয়ে নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও।

তিনি বলেছেন, “নকশালবাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। রাজ্য থেকে নকশালবাদ নিশ্চয়ই নির্মূল হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ বিষয়ে নয় মাসে দু’বার রাজ্য সফর করেছেন এবং তিনি ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে নকশালবাদের অবসান ঘটানোর প্রতিজ্ঞা করেছেন।”

ই-বাংলাঃ জে ডি সি

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us