ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে জখম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভগ্নিপতির ওপর হামলা হয়েছে।শুক্রবার বিকালে উপজেলার চরহাজারী ইউনিয়নের চরহাজারী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান।ওবায়দুল কাদেরের ভগ্নিপতি মনিরুজ্জামান মনির (৫৬) নোয়াখালী জেলা পরিষদ ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।

সম্পর্কিত খবর
Islami Bank

স্থানীয়রা জানান, মনিরুজ্জামান পরিবারের সঙ্গে বসুরহাট পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করেন।দুপুরে তিনি কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় নিজের গ্রামে জুমার নামাজ পড়তে যান।নামাজ শেষে সিএনজিচালিত অটোরিকশায় বসুরহাট ফিরছিলেন।

পথে চরহাজারী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় একদল লোক মনিরুজ্জামানকে অটোরিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।

one pherma

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রৌশন জাহান বলেন, “মনিরুজ্জামানের মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের জখম রয়েছে। এ ছাড়া হাঁটুতেও গুরুতর জখম দেখা গেছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।”

ওসি ফৌজুল আজিম বলেন, “মনিরুজ্জামানের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ বিষয়ে থানায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ই-বাংলাঃ জে ডি সি

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us