লেবানন থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে আবারও রকেট হামলা হয়েছে। তবে হিজবুল্লাহর ছোড়া রকেট দুটি সফলভাবে ঠেকানোর দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে রকেট ঠেকানো হলেও এখনো তেল আবিব ও অন্যান্য শহরে সতর্কতামূলক সাইরেন বাজছে।
টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, বুধবার (২৩ অক্টেবার) লেবানন থেকে ইসরায়েলে উৎক্ষেপণ করা দুটি দূরপাল্লার রকেট সফলভাবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঠেকানো হয়। হামলার সময় তেল আবিব ও আশপাশের শহর ছাড়াও উত্তরে নাজারেথ এলাকায় সাইরেন বেজে ওঠে।
শুরুর দিকে হামলার কারণে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর না পাওয়ার কথা জানালেও পরে আরেকটি প্রতিবেদনে সংবাদমাধ্যটি জানায়, মধ্য ইসরায়েলে একটি রকেট ঠেকানোর সময় হারজলিয়া এলাকায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে আলজাজিরা জানিয়েছে, লেবানন থেকে রকেট হামলার পর ইসরায়েলি শহর তেল আবিব ও হাইফায় সাইরেন বাজছে। ইসরায়েলি বিমান বাহিনী লেবানন থেকে উৎক্ষেপণ করা দুটি রকেট প্রতিহত করার দাবি করেছে।
এ ছাড়া মেটুলা, মিসগাভ আম এবং কেফার গিলাদিসহ উত্তর ইসরায়েলের উচ্চ গ্যালিলি এলাকার বেশ কয়েকটি শহরে রকেট সাইরেনও বেজে ওঠে।
এর আগে মঙ্গলবার হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়। একই সঙ্গে দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে সব বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়। এই হামলায় প্রথমবারের মতো মাঝারি পাল্লার রকেট ব্যবহার করে হিজবুল্লাহ।
আলজাজিরার খবর অনুযায়ী, ইসরায়েলের তেল আবিব শহরতলির নিরিট এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করে হিজবুল্লাহ। এর ফলে সেখানে বড় ধরনের বিস্ফোরণ হয়।
নিরিট এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার পরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি জানায়, তারা তেল আবিবের শহরতলির সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর গ্লিলট ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে তাদের হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.