নায়ক নিজেই জানালেন ‘কেজিএফ থ্রি’র খবর

মুক্তি পর থেকেই ‘কেজিএফ’ ও ‘কেজিএফ টু’ সিনেমাটি। বক্স অফিসে সাড়া ফেলা এই সিনেমার তৃতীয় কিস্তি কবে আসবে তা নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। এবার এই ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য সুখবর দিলেন ‘কেজিএফ থ্রি’ সিনেমার নায়ক ইয়াশ। হিন্দুস্থান টাইমস থেকে জানা যায়, ‘কেজিএফ থ্রি’র রকি ভাইয়ের চরিত্রে ফেরার কথা বললেন ইয়াশ। তিনি জানান , ‘কেজিএফ থ্রি’ অবশ্যই তার পরিকল্পনায় রয়েছে এবং এটি নিয়ে পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে কথাও হয়েছে।

সম্পর্কিত খবর
Islami Bank

‘কেজিএফ’ সিনেমাটির নতুন কিস্তির প্রসঙ্গে ইয়াশ বলেন, ‘কেজিএফ থ্রি অবশ্যই হবে, আমি কথা দিচ্ছি। তবে আমি এখন দুটি নতুন কাজ নিয়ে ব্যস্ত আছি। তাই এখন সে দিকে মন দিচ্ছি। কেজিএফের পরিচালকের সঙ্গে প্রায় আমার কথা হয় সিনেমাটি নিয়ে। আমাদের নানান পরিকল্পনা আছে। কেজিএফ থি বিশাল কিছু নিয়ে আসতে যাচ্ছে। এ কারণে আমরা মনোযোগ দিয়ে কাজটা নিয়ে এখন থেকেই ভাবছি যাতে দারুণ কিছু উপহার দিতে পারি।

one pherma

তিনি আরও বলেন, আমরা যা ইচ্ছে তাই বানিয়ে দিতে চাই না, কারণ দর্শকরা আমাদের অনেক দিয়েছেন। তাই আমরা এটি এমনভাবে বানাতে চাই, যাতে দর্শকরাও গর্ব করে। এটা একটা কাল্ট সিরিজ। তাই তাড়াহুড়ো করে নষ্ট করতে চাই না। আমি আর প্রশান্ত আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা বড় কিছু নিয়ে হাজির হবো।

প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘কেজিএফ’। ‘কেজিএফ চ্যাপ্টার টু’ আসে ২০২২ সালে। ‘কেজিএফ’র প্রথম পার্টটি ২৫০ কোটির কাছাকাছি ব্যবসা করেছিল। আর ‘কেজিএফ চ্যাপ্টার টু’ ছিল ম্যাসিভ হিট। ১২০০ কোটির বেশি ব্যবসা করেছিল সিনেমাটি। এবার দেখার পালা সিনেমাটির নতুন ফ্যাঞ্চাইজিতে কি চমক থাকে দর্শকের জন্য আর বাজেট কত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us