এমআরটির পরিবর্তে র‍্যাপিড পাস কেনার অনুরোধ মেট্রোরেলের

ইবাংলা ডেস্ক নিউজ

মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের এমআরটি পাসের পরিবর্তে র‍্যাপিড পাস কিনতে অনুরোধ করছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা লিমিটেড ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন

ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

Islami Bank

পোস্টে বলা হয়, ডিএমটিসিএলের পক্ষ থেকে মেট্রো স্টেশনগুলোতে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যা থেকে র‍্যাপিড পাস বিক্রি শুরু হয়েছে। এমআরটি পাসের পরিবর্তে এখন র‍্যাপিড পাস ক্রয় করার জন্য যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে। পাশাপাশি ইতোমধ্যে চালু হওয়া এমআরটি পাসও যাত্রীরা ব্যবহার করতে পারবেন।

এতে আরও বলা হয়, দুধরনের কার্ডই চলবে এবং রিচার্জ করা যাবে। সিঙ্গেল জার্নি টিকিটের স্বল্পতার বিষয়টি দ্রুতই সমাধান করা হচ্ছে। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যেই এই বিষয়টির সমাধান হবে।

one pherma

পোস্টে যাত্রীদের যথেষ্ট সময় নিয়ে স্টেশনে আসার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ এবং সহযোগিতা প্রত্যাশা করেছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us