সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবর থানাধীন শ্যামলী এলাকায় এক তাহাকে ডেকে নিয়ে প্রকাশ্যে রাস্তায় পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে খুন করা হয়েছে।

নিহত আনোয়ার সাহিদ (৭২) গম গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক হিসেবে অবসরে গিয়েছিলেন। তার বাসা কল্যাণপুর এলাকায়।করোনায় ফের মৃত্যু বেড়েছে, শনাক্ত ২২১ করোনায় ফের মৃত্যু বেড়েছে, শনাক্ত ২২১।

আদাবর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার পর আদাবর থানা এলাকার হলিল্যান্ড গলিতে অজ্ঞাত এক ব্যক্তি আনোয়ার সাহিদকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে তিনি মারা যান।

পরিবারের দাবি, কোনো এক ব্যক্তির ফোন পেয়ে আনোয়ার সাহিদ শ্যামলীর হানিফ কাউন্টারে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাকে ডেকে খুন করা হয়েছে।

ইবাংলা/ টিআর/ ১২ নভেম্বর ২০২১

Contact Us