ট্রাকচাপায় ২ ছাত্রী নিহত

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদরে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্রী নিহত এবং একজন আহত হয়েছেন।

Islami Bank

শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে সদরের পালের হাট এলাকায় এলাকায় এই ঘটনা ঘটে।লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সানজিদা ও ঢাকা সেগুন বাগিচা বেগম রহিমা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা।

নিহতরা হলেন– রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের আরিফুর রহমানের মেয়ে সানজিদা আক্তার ও আলমগীর হোসেনের মেয়ে ফাহমিদা আক্তার।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে আরিফুর রহমান তার মেয়ে সানজিদা ও তার ভায়রা মেয়ে ফাহমিদাকে নিয়ে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর থেকে তাদের আত্মীয়র বাড়িতে যাচ্ছিলো।

one pherma

এসময় পালের হাট এলাকায় পোঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে সানজিদা ও ফাহমিদা ঘটনাস্থলেই মারা যায় এবং আরিফুর রহমান গুরুত্বর আহত হন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। এসময় ট্রাকটির চালক পালিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, মরদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে।

ইবাংলা /টিআর /১৩ নভেম্বর ২০২১

Contact Us