ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ছয়টি ফ্লাইট সিলেট ও ভারতের কলকাতায় অবতরণ করেছে।শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমান বাংলাদেশ সূত্র জানায়, ছয়টি ফ্লাইটের মধ্যে কুয়েত থেকে জাজিরা এয়ারওয়েজ, মাস্কাট থেকে সালাম এয়ার, দুবাই থেকে ইউএস বাংলা, দোহা থেকে কাতার এয়ারওয়েজ ও কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আসছিল।সূত্র আরও জানায়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এরই মধ্যে ডাইভার্ট করা ফ্লাইটগুলো ঢাকা বিমানবন্দরে ফিরে আসতে শুরু করেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.