আ.লীগ চেয়েছিল দেশকে জাহান্নামে পরিণত করতে:জামায়াত আমির

ইবাংলা ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল। মহান রব দেশকে কুদরতি হাতে রক্ষা করেছেন।

Islami Bank

সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফেনীর ফুলগাজীর কালির হাটে শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।জামায়াত আমির বলেন, চাঁদাবাজির পথ প্রশস্ত করতে চব্বিশের শহীদরা প্রাণ দেননি। দোহাই লাগে এসব বন্ধ করুন।

আরও পড়ুন…৬ ফ্লাইট নামল কলকাতা ও সিলেটে ঢাকার ঘন কুয়াশায়

one pherma

তিনি বলেন, এসব করলে শহীদদের রক্তের অসম্মান হবে। শহীদদের রক্ত যেন বৃথা না যায়।কবর জিয়ারতের পর জামায়াত আমির শহীদ ইশতিয়াকের বাবা ও মাসহ আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us