বিশ্বে করোনায় আক্রান্ত ২৫ কোটি ৩২ লাখ চার হাজার

ইবাংলা ডেস্ক

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে আরও সাত হাজার ১৮৮ জনের মৃত্যু এবং পাঁচ লাখ চার হাজার ৭৮৯ জন আক্রান্ত হয়েছেন। এর আগে গতকাল শুক্রবার (১২ নভেম্বর) ৬ হাজার ৫০২ জনের মৃত্যু এবং ৪ লাখ ৯৫ হাজার ৩০৪ আক্রান্ত হয়েছিলো।

Islami Bank

শনিবার ( ১৩ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট ২৫ কোটি ৩২ লাখ তিন হাজার ৭৫৮ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫১ লাখ চার হাজার ৩০ জনের। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৭৭৬ জন।

এদিকে করোনায় যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ৭৮ লাখ ৩৪ হাজার ৮১০ জন এবং মারা গেছেন সাত লাখ ৮২ হাজার ৯৩৩ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ৭৮ লাখ ৪৬ হাজার ৩০৫ জন।

আরও পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্ত ২৫ কোটি ২১ লাখ

one pherma

ভারতে এ পর্যন্ত তিন কোটি ৪৪ লাখ ১৪ হাজার ৬০৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে চার লাখ ৬২ হাজার ৮৯৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৮০ জন।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ ১০ হাজার ৯৩৫ জনের। মোট শনাক্ত হয়েছে দুই কোটি ১৯ লাখ ৪০ হাজার ৯৫০ জনের। আর সেরে উঠেছেন দুই কোটি ১১ লাখ ৫৮৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

ইবাংলা/ নাঈম/ ১৩ নভেম্বর, ২০২১

Contact Us