আরও ১১৯ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের ওপর ঘোর বিপদ নেমে এসেছে। একের পর এক অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে করে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন।

Islami Bank

এবার আরও ১১৯ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হচ্ছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টায় পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে মার্কিন সামরিক বিমানে করে তাদের অবতরণের কথা রয়েছে। খবর এনডিটিভি

এদের মধ্যে ৬৭ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটের, ৩ জন উত্তর প্রদেশের। এছাড়া গোয়া, মহারাষ্ট্র, রাজস্থানের রয়েছে দুইজন করে। হিমাচল প্রদেশ ও জম্মু ও কাশ্মীরের রয়েছে একজন করে।

one pherma

এছাড়া ভারতীয় অবৈধ অভিবাসী বোঝাই তৃতীয় বিমানটি আগামীকাল রোববার অবতরণের কথা রয়েছে। দুই সপ্তাহ পর পর যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হবে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।এর আগে গত ৫ ফেব্রুয়ারি মার্কিন সামরিক বিমানে করে ১০৪ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us