তিন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকাম সংগঠন হামাস। শনিবার (১৫ ফেব্রুয়ারি) যুদ্ধবিরতি চুক্তির আওতায় তাদেরকে গাজার খান ইউনিস থেকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।
পরে তাদের নিয়ে রেড ক্রসের গাড়িগুলো খান ইউনিসের স্কোয়ার ছেড়ে যায়। এ সময় গাড়ির কাছে লোকজনের ভিড় করতে দেখা গেছে, তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, তিন জিম্মি এখন ইসরায়েলি বাহিনীর সাথে রয়েছে।
গাজা যুদ্ধ চলাকালীন সময়ে তারা হামাসের হাতে বন্দি ছিলেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর তিন জিম্মির নাম পাওয়ার ঘোষণা দেয়। তখন জানানো হয়, মুক্তি পেতে যাওয়া তিন জন হলেন, সাশা ত্রুফানভ, সাগুই দেকেল-চেন এবং ইয়াইর হর্ন।
হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের একটি সূত্র আল জাজিরাকে বলেছে, যে জিম্মিদের মধ্যে একজন সাগুই দেকেল-চেনকে তার মেয়ের জন্য একটি সোনার মুদ্রা উপহার হিসেবে দেয়া হবে, সাগুই বন্দি হওয়ার চার মাস পরে তার মেয়ে জন্মগ্রহণ করেছিল।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.