মহানবী (সা:)-এর জীবনী পড়ে ইসলাম গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

মহানবী (সা:)-এর জীবনী পড়ে মুগ্ধ হয়ে যান বুলগেরিয়ান নারী স্পাস্কা ইভানোভা। তারপর ইসলামের দিকে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছেন ৮০ বছর বয়সী এ নারী। তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে এডিরন শহরের দারুল ইফতায় এসে ইসলাম গ্রহণ করেন তিনি। বৃহস্পতিবার (১১ নভেম্বর) তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

আনাদোলু এজেন্সি সূত্রে জানা যায়, ইসলামের বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন পড়াশোনার পর বুলগেরিয়ার পর্যটক স্পাস্কা ইভানোভা ইসলাম গ্রহণ করেন। এর আগে মহানবী (সা:)-এর জীবনী পড়ে তিনি খুবই প্রভাবিত হন। ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে রাখেন ফাতেমা।

এক বিবৃতিতে ফাতেমা জানান, কয়েকবছর যাবত ইসলাম ধর্ম বিষয়ক বিভিন্ন গবেষণা পাঠ করছিলেন তিনি। এ সময় তিনি হযরত মহানবী (সা:)-এর জীবনী গভীর মনোযোগ দিয়ে পাঠ করেন। যা তার অন্তরে গভীরভাবে রেখাপাত করে। যার ফলে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন।

এডিরন শহরের দারুল ইফতা বিভাগে বুলগেরিয়ান নারীর ইসলাম গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় মুফতির পক্ষ থেকে পবিত্র কোরআন উপহার দেওয়া হয় বুলগেরিয়ান নারীকে ।

ইবাংলা /টিআর /১৩ নভেম্বর ২০২১

Contact Us