খাগড়াছড়ির দীঘিনালায় লারমা স্কোয়ার সংলগ্ন বাজারে আগুনে ৯টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (৮ মার্চ) রাত ৩ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আগুনে ৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুন লাগার পর আরও কয়েকটি দোকানের মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে যায়। সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দীঘিনালা ফায়ার সার্ভিস সূত্রে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতি সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.