সিটিং-গেটলক থাকছে না, সব বাসে এক ভাড়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানিতে আজ থেকে উঠে যাচ্ছে সকল প্রকার বাসের  ‘সিটিং-গেটলক’ ব্যবস্থা। এতে করে এ সেবার নামে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ ও থাকছে না। সব বাসেই কার্যকর হবে বিআরটিএ নির্ধারিত ভাড়া।

Islami Bank

সিটিং সার্ভিস বা গেটলক সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

আরো পড়ুন: ভাড়া বৃদ্ধি বন্ধে চার প্রস্তাব

one pherma

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সংগঠনটির নেতাদের সঙ্গে ঢাকায় চলাচল করা সব কম্পানির বাস মালিকদের সঙ্গে বৈঠক হয়। এখানে থেকে পরবর্তী তিন দিনের মধ্যে বাসের সিটিং ও গেটলক সার্ভিস বন্ধের সিদ্ধান্ত আসে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘আগামীকাল( রবিবার) থেকে ঢাকায় সিটিং/গেটলক সার্ভিস নামে কোনো বাস চলবে না। আমরা বাস থেকে এ জাতীয় লেখা মুছে ফেলতে তিন দিনের সময় দিয়েছিলাম। এখন কেউ এমন সার্ভিস চালায় তাহলে বিআরটিএ কঠোর আইনি ব্যবস্থা নেবে।’

ইবাংলা /টিপি /১৪ নভেম্বর ২০২১

Contact Us