টাকা লুটের চেষ্টার ঘটনায় আটক তিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৩ নভেম্বর আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপ-শাখার দেয়াল ভেঙ্গে টাকা লুটের চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ নভেম্বর) দুপুরে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ কথা জানান।

Islami Bank

তিনি বলেন, গতকাল সন্ধ্যায় ব্যাংকটির বাড্ডা উপ-শাখার দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টা করার সময় ব্যাংকের ভেতর থেকে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ (রোববার) ভোরে মহাখালী সাত তলা বস্তি এলাকা থেকে আরও দুই জনকে আটক করেছে পুলিশ।

ওসি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এ বিষয়ে একটি বাড্ডা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

one pherma

আরো পড়ুন : বরখাস্ত কেন্দ্রীয় ব্যাংকের ২ যুগ্ম পরিচালক

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে দীর্ঘদিন ধরে উপ-শাখাটি থেকে টাকা লুট করবে বলে পরিকল্পনা করছিল তারা। পূর্বপরিকল্পনা অনুযায়ী গতকাল দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে কিন্তু তারা কিছু লুট করার আগেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

ইবাংলা/ টিপি/১৪ নভেম্বর, ২০২১

Contact Us