সিসিইউতে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসনকে সিসিইউতে নেওয়া হয়েছে।

Islami Bank

খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জে এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামকে গত রাতে সিসিইউতে নেওয়া হয়েছে।

আরো পড়ুন:আবারও হাসপাতালে খালেদা জিয়া

জানা গেছে শনিবার রাত তিনটার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয়। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনোকিছু জানানো হয়নি।

one pherma

এদিকে, হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার এন্ডোস্কপি করা হয়। পরে রাতেই তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।

আরো পড়ুন: ফলোআপ চিকিৎসায় খালেদা জিয়া

এর আগে, টানা ২৬ দিন হাসপাতালে চিকিৎসা শেষে ৭ নভেম্বর সন্ধ্যায় বাসায় ফেরেন খালেদা জিয়া। ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ অক্টোবর খালেদা জিয়ার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়।

ইবাংলা/ টিপি/১৪ নভেম্বর, ২০২১

Contact Us