সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ১৪ টাকা

অর্থ-বাণিজ্য ডেস্ক

শের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম এখন ১৮৯ টাকা, যা আগে ১৭৫ টাকা ছিল।রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

Islami Bank

এ ছাড়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৫২ টাকা। পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের প্রতি লিটার দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫৭ টাকা।

আরও পড়ুন…কমলো স্বর্ণের দাম

one pherma

নতুন দাম ঘোষণার পর আজ (রোববার) থেকেই তা কার্যকর।এর আগে, সবশেষে গত ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৫ টাকা দাম নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, ২৭ মার্চ বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দেন মিলমালিকেরা। ঈদের ছুটি শেষে গত সপ্তাহের শুরু থেকে দফায় দফায় দাম নিয়ে আলোচনা হয়। বৈঠকে দর-কষাকষি হলেও তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us