নিউজিল্যান্ডের চ্যালেঞ্জিং সংগ্রহ ১৭২

ইবাংলা ডেস্ক

অস্ট্রেলিয়ার বোলিংতোপে প্রথম দশ ওভার বলতে গেলে রানই পায়নি নিউজিল্যান্ড। কিন্তু দলীয় কাপ্তান কেন উইলিয়ামসনের ৪৮ বলে অনবদ্য ৮৫ রানে ভর করে শেষ পর্যন্ত কিউইদের ইনিংস থামে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রানে । অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো শিরোপা জিততে হলে করতে হবে ১৭৩ রান।

Islami Bank

এর আগে প্রথম শিরোপার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নামে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ইনিংসের দ্বিতীয় বলে মিচেল স্টার্ককে চার মেরে শুরু করা মার্টিন গাপটিল যেন নিজের উপস্থিতির জানান দেন। এরপর তৃতীয় ওভারের প্রথম বলে গ্লেন ম্যাক্সওয়েলকে ছক্কা হাঁকান ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের নায়ক ড্যারেল মিচেল।

তিন ওভার শেষে নিউজিল্যান্ডের রান দাঁড়ায় বিনা উইকেটে ২৩।তৃতীয় ওভারে ম্যাক্সওয়েলের বলে গাপটিলের ক্যাচ ছেড়েছিলেন অজি উইকেটকিপার ম্যাথু ওয়েড। তবে পরের ওভারেই জস হ্যাজলউডের বলে যেন শাপমোচন করলেন ওয়েড। তবে এ ক্ষেত্রে শিকার ছিল ড্যারেল মিচেল। ৮ বলে ১ ছক্কায় ১১ রান করে ফিরলেন ড্যারেল মিচেল। নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙে ২৮ রানে।

ড্যারেল মিচেল আউট হওয়ার পর রানের গতি কমে আসে নিউজিল্যান্ডের। প্রথম তিন ওভারে ২৩ রান করা গাপটিলরা পরের তিন ওভারে সংগ্রহ করেন মাত্র ৯ রান। পাওয়ার প্লের ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের রান দাঁড়ায় ১ উইকেটে ৩২। আসরে পাওয়ার প্লেতে এটিই নিউজিল্যান্ডের সবচেয়ে কম রান।

ইনিংসের অষ্টম ওভার পর্যন্ত ৪৮ বলের মধ্যে ২৮টিই ডট বল দিয়েছে নিউজিল্যান্ড। চতুর্থ ওভারের পর নবম ওভারে এসে নিউজিল্যান্ডের বাউন্ডারি-খরা ঘুচেছে অধিনায়ক কেইন উইলিয়ামসনের ব্যাটে। নবম ওভারে মিচেল মার্শের চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই চার মারেন উইলিয়ামসন। এর আগে ৩২ বলে কোনো চার বা ছক্কা পায়নি নিউজিল্যান্ড! উইলিয়ামসনের দুই চারের দ্বিতীয়টিতে নিউজিল্যান্ডের রানও পঞ্চাশ পেরোয়।

মিচেল স্টার্কের ওভারে চার-ছক্কা হাঁকিয়ে উইলিয়ামসন ১৯ রান তোলার পর যখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কিউই ডাগআউট। কিন্তু তাদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি অ্যাডাম জাম্পা। তাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন গাপটিল। আউট হওয়ার আগে করেন ৩৫ বলে ৩ চারে ২৮ রান।

one pherma

ইনিংসের ১৪তম ওভারে এসে দলীয় শতরান পূর্ণ হয় নিউজিল্যান্ডের। তবে তারপরই যেন জ্বলে উঠে কিউই ব্যাটাররা। দলের বিপর্যয়ে সবচেয়ে বড় ভরসা অধিনায়ক কেন উইলিয়ামসন। ৩২ বলে পান কাঙ্ক্ষিত অর্ধশতকের দেখা।

অস্ট্রেলিয়ার অন্যতম সেরা বোলিং ভরসা মিচেল স্টার্ককে তুলোধুনো করে ছাড়েন উইলিয়ামসন। ১৬তম ওভারে স্টার্কের ওপর চওড়া নিউজিল্যান্ড অধিনায়ক। শুধু চতুর্থ বল বাদে বাকি পাঁচ বলেই বাউন্ডারি হাঁকান। প্রথম দুই বলে চারের পর তৃতীয় বলে স্টার্কের অফ কাটারকে পায়ের ওপর থেকে উড়িয়ে মারেন স্কয়ার লেগের সীমানার ওপারে। শেষ দুই বলে আবার দুই চার।

১৬ তম ওভারে আসে ২২ রান! তার চার-ছক্কায় ভর করে ১৪ ওভারে একশর গণ্ডি পার হওয়া নিউজিল্যান্ড ১৭ ওভারেই দেড়শ রানের কাছাকাছি পৌঁছে যায়।

দারুণ খেলে ব্যক্তিগত শতরানের কাছাকাছি গিয়ে কাটা পড়লেন কেন উইলিয়ামসন। জস হ্যাজলউডের বলে স্টিভ স্মিথের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে ক্রিজ ছাড়ার আগে করে গেছেন ৪৮ বলে মাত্র ৮৫ রান।

ইবাংলা /টিআর /১৪ নভেম্বর ২০২১

Contact Us