১২ হাজার ৫০০ টন চাল এলো ভিয়েতনাম থেকে

অর্থ-বাণিজ্য ডেস্ক

ভিয়েতনাম থেকে সাড়ে ১২ হাজার টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।শনিবার (১৯ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Islami Bank

এতে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি সম্পাদিত জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে সাড়ে ১২ হাজার টন আতপ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে।

আরও পড়ুন…আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

one pherma

ইতোমধ্যে চুক্তি অনুযায়ী ৭২ হাজার ৭০০ টন চাল দেশে পৌঁছেছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে।

এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।এর আগে, গত ২২ মার্চ জি টু জি চুক্তির আওতায় (তৃতীয় চালান) ভিয়েতনাম থেকে ২৯ হাজার টন আতপ চাল নিয়ে এমভি ওবিই দিনারেস জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us