নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই:নজরুল ইসলাম

ইবাংলা ডেস্ক

জাতীয় নির্বাচনের দাবি আদায়ে আন্দোলন করার প্রয়োজন নেই বলে মনে করেন লিয়াজোঁ কমিটির প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এমন প্রত্যাশা করেন তিনি।

Islami Bank

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন,ফ্যাসিবাদের দোসরদের অপসারণ ও তাদের দ্রুত বিচারের বিষয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে। এসব বিষয় ও আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় ১২ দলীয় জোটের সঙ্গে একমত হয়েছে বিএনপি।

one pherma

আরও পড়ুন…আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরাই সরকারকে বসিয়েছি। তারা জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে আশা করি। তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে বলে মনে করি না।এদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন ১২ দলীয় জোটের দলনেতা মোস্তফা জামান হায়দার।
ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us