আজ ১৫ নভেম্বর, রেল দিবস। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পালিত হতে যাচ্ছে এই দিবস। এর আগে বাংলাদেশ রেলওয়ের ১৫৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রেলদিবস পালন করা হয়েছে গতবছর।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনে দুপুরে এক আলোচনা সভার আয়োজন করেছে। জানা গেছে, এতে প্রধান অতিথি হিসেবে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন উপস্থিত থাকবেন।
এ ব্যাপারে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রেল ঐতিহাসিকভাবে সমৃদ্ধ প্রতিষ্ঠান। যে অঞ্চলের ওপর দিয়ে রেল চলে গেছে সেখানে রেলকেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়ে ওঠে। রেল সামাজিক বিবর্তন এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখে চলেছে।
রেলের অগ্রযাত্রা এগিয়ে নিতে সরকার এই খাতে বিনিয়োগ বাড়িয়েছে। রেলকে গুরুত্ব দিয়ে ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করা হয়েছে। এরপর থেকে ধীরে ধীরে বিনিয়োগ বেড়েই চলেছে।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, এ অঞ্চলে ১৮৬২ সালের ১৫ নভেম্বর প্রথম চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেলপথ চালু করা হয়। তারপর বিভিন্ন ধরনের ঘাত-প্রতিঘাত মাড়িয়ে বাংলাদেশ রেলওয়ে এগিয়ে যায়।
বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ৪৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প, ঢাকা থেকে নির্মাণাধীন পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প। এই প্রকল্পে প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় হবে।
ইবাংলা/এএমখান/১৫ নভেম্বর, ২০২১