আজও রায় হচ্ছে না

আদালত প্রতিবেদক, ঢাকা

গত ২৬ অক্টোবরের পর আজ ( ১৫ নভেম্বর) আবার পেছাল মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার রায়ের দিন। বাবা ও চাচার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন না হওয়ায় তিন্নি হত্যা মামলার রায় হচ্ছে না আজও।

Islami Bank

ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরী আদালতে এ রায় ঘোষণা করার কথা ছিল। এর আগে গত ২৬শে অক্টোবর একই আদালতে রায় ঘোষণার দিন ধার্য ছিল। ওই দিন বিচারক রায় ঘোষণা না করে ১৫ নভেম্বর নতুন দিন ধার্য করেন। এদিকে আজও সেই কাঙ্খিত রায় ঘোষনা হচ্ছে না।

আরো পড়ুর: আলোচিত মডেল তিন্নি হত্যার রায় আজ

one pherma

উল্লেখ্য, ২০০২ সালের ১০ই নভেম্বর রাতে খুন হন তিন্নি। মাথায় আঘাত করে তিন্নিকে হত্যা করে গুমের উদ্দেশ্যে ওই রাতেই বুড়িগঙ্গার ১ নম্বর চীন মৈত্রী সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেওয়া হয়। কিন্তু মরদেহটি পানিতে না পড়ে পিলারের উঁচু অংশে পড়ে। পরদিন সকালে লাশটি উদ্ধার করে চারদিন মর্গে রাখার পর অজ্ঞাতপরিচয় হিসেবে জুরাইন কবরস্থানে দাফন করা হয়।

ইবাংলা/ টিপি/১৫ নভেম্বর, ২০২১

Contact Us