পূর্ণিমার ছবিতে ওমর সানীর মন্তব্য!

বিনোদন ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নিয়মিত ফেসবুকে ছবি আপলোড করেন তিনি। সোমবার (১৫ নভেম্বর) নিজের একাধিক ছবি শেয়ার করে পূর্ণিমা লিখেছেন, ‘আমি তোর ছায়া হবো, কিছুটা বেহায়া হবো, চেয়ে নেবো চেনা আবদার…’

Islami Bank

পূর্ণিমার ছবির নিচে অনেকেই মন্তব্য করেছেন। এর মধ্যে আছেন একসময়ে জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীও। তিনি পূর্ণিমার ছবির প্রশংসা করে লিখেছেন , ‘ওয়াও’। ওমর সানীর মন্তব্য দেখে অনেকেই বিষয়টিই তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর নজরে এনে সতর্ক করার চেষ্টা করেছেন।

one pherma

সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করে প্রায়ই খবরের শিরোনাম হন ওমর সানী। সম্প্রতি শাকিব খানের পোস্টে মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন তিনি। জনপ্রিয় চিত্রনায়ক শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের একটি সাদাকালো ছবি পোস্ট করে ইংরেজিতে ক্যাপশন লেখেন। সেই পোস্টে ওমর সানী মন্তব্য করেন, ‘লেখা তো তোর না, কে লিখেছে? ভাই ভালো থাকিস। ’

ইবাংলা/ নাঈম/ ১৫ নভেম্বর, ২০২১

Contact Us