দলে নতুন চার মুখ, বাদ লিটন-সৌম্যসহ ৫

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে যারপরনাই ব্যর্থতার কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, লিটন দাস, সৌম্য সরকার এবং রুবেল হোসেন। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবির নির্বাচকরা। 

Islami Bank

এই দলে ঠাঁই পেয়েছে নতুন চারমুখ। সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর হোসেন। সাইফ হাসান এর আগে ওয়ানডে এবং টেস্ট দলে থাকলেও টি-টোয়েন্টিতে এবারই প্রথম। ইয়াসির আলি রাব্বি বেশ কয়েকবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন। তার কোনো ফরম্যাটেই অভিষেক হয়নি । শহিদুল ইসলাম এবং আকবর হোসেন একেবারেই নতুন।

বিশ্বকাপে দলের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকলেও পরে সাইফউদ্দিনের ইনজুরির কারণে মূল স্কোয়াডে জায়গা পান রুবেল হোসেন। পাকিস্তানের বিপক্ষে বাদ পড়েছেন তিনিও। দলে ফিরিয়ে আনা হয়েছে টপ অর্ডার নাজমুল হোসেন শান্ত এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। দলের পেস ডিপার্টমেন্টের নেতৃত্ব দেবেন মোস্তাফিজুর রহমান। তার সঙ্গে রয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং শহিদুল ইসলাম।

স্পিন ডিপার্টমেন্টে মাসুম আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব এবং শেখ মেহেদী হাসানের সঙ্গে বোলিং করতে পারবেন আফিফ হোসেন ধ্রুবও। ব্যাট হাতে দলকে এগিয়ে নেয়ার দায়িত্ব থাকবে নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আকবর হোসেন, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি রাব্বি কিংবা শামীম পাটোয়ারিদের ওপর। শামীম পাটোয়ারি আবার একজন অলরাউন্ডারও বটে।

one pherma

আরো পড়ুন: টি-২০ সিরিজ খেলছেন না উইলিয়ামসন

নতুন দলে থাকছেন যারা- মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর হোসেন।

ইবাংলা/আমিন/ টিপি/ ১৬ নভেম্বর,২০২১

Contact Us