সিসিইউতে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মঙ্গলবার গভীর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে । রাতে প্রচন্ড বুকে ব্যথার কারনে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান তার একান্ত সহকারী আসিফ সোহান। 

Islami Bank

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর রাত দেড়টার দিকে মির্জা আব্বাসকে ভর্তি করে নেওয়া হয়। এখন তাকে সিসিইউতে রাখা হয়েছে।

“উনার অবস্থা এখন আগের চেয়ে একটু ভালো। উনাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।”

 

one pherma

হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে মির্জা আব্বাসকে চিকিৎসা দেওয়া হচ্ছে । বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও গত ১৩ নভেম্বর থেকে একই হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন। 

ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মন্ত্রীও ছিলেন। তার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

ইবাংলা/টিপি/১৭ নভেম্বর২০২১

Contact Us