অল্পের জন্য রক্ষা পেলেন বিমানের যাত্রীরা

নীলফামারী প্রতিনিধি :

ঢাকা থেকে ছেড়ে আসা নভো এয়ারের একটি বিমানের যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় ওই ঘটনাটি ঘটে।

সূত্র জানায়, রানওয়েতে নামার সময় বিমানটির সামনের একটি চাকা ব্লক হয়ে প্রচণ্ড ঝাঁকুনিসহ থেমে যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাড়াহুড়ো করতে যেয়ে ৯ জন যাত্রী আহত হন। পরে বিমানের পাইলট নিরাপদে বিমানটি অবতরণ করেন।

ওই বিমানের যাত্রী রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলী আজগার পিন্টু জানান, বিমানটি অবতরণের সময় সামনে চাকা ফেটে গিয়ে আগুন ধরে যায়। ফলে বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে।

এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপলব ঘোষ জানান, ওই বিমানের সামনের নোজ হুইল খোলার উপক্রম হলেও বিমানের পাইলট নিরাপদে বিমানটি অবতরণ করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটির চাকা মেরামত করার কাজ করছে কর্তৃপক্ষ। এ কারণে বিমান চলাচল আপাতত বন্ধ রয়েছে।

ইবাংলা/এএমখান/১৭ নভেম্বর, ২০২১

Contact Us