৫১ মামলার নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইবাংলা ডেস্ক

চুয়াডাঙ্গায় জেলার বুদ্ধিমান পাড়া থেকে এক শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ নভেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

Islami Bank

গ্রেফতারকৃত শিপ্রা বেগম (৬০) এর বিরুদ্ধে মামলা ৫১ টি রয়েছে। সে চুয়াডাঙ্গা জেলার বুজরুকগড়গড়ি এলাকার মৃত বাবুল রহমানের স্ত্রী।

চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘শিপ্রা চুয়াডাঙ্গা জেলার শীর্ষ নারী মাদক কারবারি। তার বিরুদ্ধে ৫১ টি মামলা রয়েছে। এর মধ্যে ৪ টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে। তার স্বামী, সন্তানও মাদক কারবারি। স্বামী মারা গেলেও তার সন্তান আলী হোসেন (৪০) মাদক মামলায় ৩২ বছরের সাজা পেয়ে এখন কারাভোগ করছে।’

শিপ্রা প্রথমে সীমান্ত এলাকায় বিভিন্ন পণ্য চোরাচালান করতেন। পরে মাদক ব্যবসায় যুক্ত হন। ১৯৯১ সালে সর্বপ্রথম তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর এই ৩০ বছরে ৫১ টি মামলা দায়ের হয় তার বিরুদ্ধে। গ্রেফতার হন শতাধিকবার! বিভিন্ন মেয়াদে সাজাও হয় ৪ মামলায়।

one pherma

পুরো পরিবারই মাদক পরিবার
শিপ্রার স্বামী বাবুল মারা যান ২০১৫ সালে। তিনি একাধিক মাদক মামলার আসামি ছিলেন। তার ছেলে আলী হোসেন ৫ মামলার আসামি। তন্মধ্যে একটি মামলায় ৩২ বছরের সাজা খাটছে ২০১৫ সাল থেকে।

ঘরের ভেতর গোপন দরজা
শিপ্রা ঘরের ভেতর ঢুকলেই তাকে আর গ্রেফতার করা যায় না! কারণ, ঘরের টয়লেটে গোপন একটি দরজা বানিয়েছেন তিনি। পুলিশ আসলেই সেই দরজা দিয়ে পালিয়ে যান তিনি! বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ইবাংলা/ এইচ/ ১৭ নভেম্বর, ২০২১

Contact Us