ভাসানচরে ত্রাণের দুই জাহাজ

জেলা প্রতিনিধি, নোয়াখালি

ভাসানচরে রোহিঙ্গা শিবিরে বাংলাদেশ নৌবাহিনীর দুটো জাহাজ জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ত্রাণ সহায়তা নিয়ে পৌছেছে। জাহাজ দুটিতে ১৩৭ দশমিক ২৮ টন মালামাল নিয়ে পৌঁছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোয়াজ্জেম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৭ নভেম্বর) নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা তিমি’ এসব মালামাল নিয়ে ভাসানচরে পৌঁছায়।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন বলেন, জাহাজ দুটিতে মোট ১৩৭ দশমিক ২৮ টন ওজনের বিভিন্ন ধরনের সামগ্রী ছিল।

তিনি আরও বলেন, ভাসানচরে নেওয়ার পর সামগ্রীগুলো বিডিআরসিএসের তত্ত্বাবধানে ওয়্যার হাউসে নেওয়া হয়। রোহিঙ্গাদের জন্য ২ জাহাজে ১১ ধরনের মালামাল রয়েছে। এগুলো হলো- স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, জারিক্যান, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেইল হাইজিন কিট, লন্ড্রি সোপ, বাথিং সোপ ও জুট ব্যাগ।

ইবাংলা/টিপি/১৮ নভেম্বর২০২১

Contact Us