অর্ধেক শুঁড় হারানো বিপন্ন প্রজাতির সেই সুমাত্রান হাতির বাচ্চাটি মারা গেছে। চোরাকারবারিদের ফাঁদে আটকা পড়ে হাতির বাচ্চাটি অর্ধেক শুঁড় হারিয়েছিল বলে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, দেশটির আচেহ জায়া শহরের গ্রামবাসী প্রথমে এটির সন্ধান পায়। এরপর চিকিৎসার জন্য একটি সংরক্ষণ সংস্থার কাছে নিয়ে যায় তারা। সংরক্ষণ সংস্থার কর্মকর্তারা জানান, আহত হাতিটির শুঁড় কেটে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু ক্ষতস্থানে সংক্রমণ ছড়িয়ে পড়ায় দুই দিন পর বাচ্চাটি মারা যায়।
আচেহ ন্যাচারাল রিসোর্স কনজারভেশন এজেন্সির প্রধান আগুস আরিয়ানতো বলেন, ‘আঘাত গুরুতর ও সংক্রামিত হওয়ায় আমরা একে বাঁচাতে পারিনি। আমরা বাচ্চাটিকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছি।’
সম্প্রতি দেশটিতে হাতির বাচ্চারা শিকারিদের কবলে পড়ছে। চলতি বছরের জুলাই মাসেও এ ধরনের একটি ঘটনা ঘটেছে। যেখানে একটি প্রাপ্তবয়স্ক হাতিকে শিরশ্ছেদ অবস্থায় পাওয়া যায়।
ইবাংলা/এএমখান/১৮ নভেম্বর, ২০২১