আইনি নোটিশ পাঠানো হল জাকারবার্গকে

ইবাংলা ডেস্ক

ফেসবুকের অপব্যবহার রোধ এবং আন্তর্জতিক নীতিমালা অনুযায়ী ফেসবুক পরিচালনার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এর বাণিজ্যিক প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ পাঁচজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিদ্বেষমূলক ও হিংসাত্মক কনটেন্ট প্রচার নিয়ন্ত্রণে ফেসবুক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে নোটিশ এ।

Islami Bank

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এস এম মাসুম বিল্লাহ, আইনজীবী জর্জ চৌধুরী ও সাংবাদিক সেলিম সামাদসহ চার ব্যক্তির পক্ষে রেজিস্ট্রি ও ই-মেইলযোগে বৃহস্পতিবার এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী তাপস কান্তি বল।

ফেসবুক কর্তপক্ষ ছাড়াও এ নোটিশ পাঠানো হয়েছে,বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, ডাক ও টেলিযোগাযোগ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব এবং ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক এর কাছে।

one pherma

নোটিশ গ্রহণের তিনদিনের মধ্যে দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অপব্যবহার ও ফেসবুকের কার্যক্রম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। এতে ব্যর্থ হলে আইন অনুসারে হাইকোর্টে রিট করা হবে।

ইবাংলা /টিপি /১৯  নভেম্বর ২০২১

Contact Us