আ.লীগের ৭ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের সাত নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

Islami Bank

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন কোনাখালী ইউনিয়নের দিদারুল হক সিকদার, পূর্ববড় ভেওলা ইউনিয়নের কামরুজ্জামান সোহেল, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের রবিউল এহেসান লিটন, কৈয়ারবিল ইউনিয়নের আফজালুর রহমান চৌধুরী, লক্ষ্যারচর ইউনিয়নের মো. সাইকুল ইসলাম, কাকারা ইউনিয়নে মো. সাহাব উদ্দিন ও ইছমত-ই-এলাহী।

one pherma

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, কক্সবাজারে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে চকরিয়া উপজেলার আট ইউনিয়নে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যে সাতজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইবাংলা /টিআর /১৯  নভেম্বর ২০২১

Contact Us