আট শতাধিক যানবাহন ছুটির দিনে বাড়তি চাপের কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে নৌপথ পারের অপেক্ষায় রয়েছে । এর মধ্যে যাত্রীবাহী বাস, ছোট গাড়ি ও ট্রাক রয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পাটুরিয়া ঘাটে দ্বায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাজীব হোসেন যানবাহনের বাড়তি চাপের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুটি ট্রাক ট্রার্মিনালে পাঁচ শতাধিক ট্রাক, ওয়েট স্কেলের সামনে থেকে ফায়ার সার্ভিস এলাকা পর্যন্ত আরও দেড় শতাধিক ট্রাক রয়েছে, এছাড়া শতাধিক যাত্রীবাহী পরিবহন ও অর্ধ শতাধিক ছোট গাড়িও পারের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও জানান, ছুটির দিন হওয়াতে পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ পড়েছে আর এই চাপের জন্য অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহনগুলো পার করা হচ্ছে। এই গাড়ির চাপ কমে আসলে সাধারণ পণ্য বোঝাই ট্রাকগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হবে। বর্তমানে যানবাহন ও মানুষ পারাপারের কাজে বিআইডব্লিউটিসির ১৬টি ফেরি নিয়োজিত আছে বলেও জানান তিনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা ও পাটুরিয়া শাখার কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
ইবাংলা/ নাঈম/ ১৯ নভেম্বর, ২০২১