নতুন মুখ আরিয়ানা

বিনোদন ডেস্ক

শোবিজের নতুন মুখ আরিয়ানা জামান। মডেলিং দিয়ে শোবিজ ক্যারিয়ার শুরু। কাজ করেছেন বিজ্ঞাপন ও নাটকে।

Islami Bank

এবার নতুন একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছে তার নাম। ‘ট্যুর’ শিরোনামের ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। নির্মাণ করবেন অনন্য মামুন। শিগগিরই তুরস্কে এ সিরিজের শুটিং হওয়ার কথা জানিয়েছেন নির্মাতা।

অনন্য মামুন বলেন, থ্রিলার গল্প। মানসিক ভারসাম্যহীন ও ভ্রমণপিপাসু এক খুনির গল্পে নির্মিত হবে সিরিজটি। গল্প, চিত্রনাট্য, প্রি-প্রোডাকশন আগেই শেষ করেছি। ভিসা প্রসেসিংয়ে কাজ চলছে। ভিসা পেলেই আমরা শুটিংয়ে চলে যাব।

সিরিজে আরও অভিনয় করবেন রাশেদ মামুন অপু, শাকিলা পারভিন, সেমন্তি সৌমি, ইমতু রাতিশ প্রমুখ।

one pherma

‘ট্যুর’ সিরিজটি নিয়ে আরিয়ানা জামান বলেন, ‘এর আগে অনন্য মামুন ভাইয়ের সঙ্গে একটি কাজ করেছিলাম। তিনি খুব গুছিয়ে কাজ করেন। তার সঙ্গে আবারও কাজ করতে পারায় আমি বেশ উৎফুল্ল। এ সিরিজের মাধ্যমে নিজেকে নতুন করে আবিষ্কার করতে চাই। এ সিরিজে সামিরা চরিত্রে অভিনয় করব আমি।’

অনন্য মামুনের পরিচালনায় ‘বাংলাদেশি পরী’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন আরিয়ানা জামান। নভেম্বরের শেষ সপ্তাহে আই থিয়েটারে মুক্তি পাবে এটি। এছাড়া তিনি অভিনয় করেছেন আলোচিত ‘মহানগর’ ওয়েব সিরিজেও।

ইবাংলা /টিআর /১৯  নভেম্বর ২০২১

Contact Us