মার্কিন সেনারা টিকা না নিলে শাস্তি পেতে হবে

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যেসব সদস্য করোনা টিকা নেবেন না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।  সম্প্রতি এক বিবৃতিতে এই সতর্কবার্তা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক বাহিনী বিভাগের সচিব ক্রিস্টিনে ওরমাথ।

Islami Bank

শাস্তির মধ্যে রয়েছে-পদত্যাগ ও উৎসবভাতা (বোনাস) স্থগিত করা, বিশেষ বাহিনীতে অন্তর্ভুক্তিতে স্থগিতাদেশ, মিলিটারি একাডেমিতে প্রবেশাধিকার স্থগিত করা এবং উচ্চশিক্ষার সুযোগ বাতিল করা।

বিবৃতিতে ক্রিস্টেনে ওরমাথ বলেন, ‘সামরিক বাহিনীর যেসব সদস্য বাধ্যতামূলক করোনা টিকা নেয়া থেকে নিজেদের বিরত রাখবেন, তাদের বিরুদ্ধে যেন সুনির্দিষ্ট শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়- সে বিষয়ে ইতোমধ্যে কমান্ডারদের নির্দেশ দেয়া হয়েছে।’

one pherma

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদর দফতর পেন্টাগনের ওয়েবসাইট ডিফেন্সওয়ানের তথ্য অনুযায়ী, দেশটির সামরিক বাহিনীর মিশনে দায়িত্বরত, রিজার্ভ ও রক্ষীবাহিনীর ৭২ শতাংশ সেনাসদস্য করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন, টিকার একটি ডোজ নিয়েছেন অন্তত ৭৭ শতাংশ সদস্য।

কিন্তু এখনও দেশটির বিমানবাহিনীর প্রায় সাড়ে ৮ হাজার সদস্য করোনা টিকার একটি ডোজও নেননি। এ ছাড়া স্থল ও নৌবাহিনীর কয়েক হাজার সেনাসদস্য জানিয়েছেন, ধর্মীয় কারণে তারা টিকা নিতে চান না।

ইবাংলা/এএমখান/১৯ নভেম্বর, ২০২১

Contact Us