যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট কমলা হ্যারিস

ক্রীড়া ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেন কমলা হ্যারিস।  দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শুক্রবার (১৯ নভেম্বর) ৮৫ মিনিটের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।  দেশটির ইতিহাসে প্রেসিডেন্ট পদে কোনো নারীর দায়িত্ব পালনের ঘটনা এটিই প্রথম।

Islami Bank

হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার সন্ধ্যায় (ওয়াশিংটন ডিসি সময় সকালে) নিয়মিত কোলন পরীক্ষার অংশ হিসেবে এক ঘণ্টা ২৫ মিনিট ‘অ্যানেস্থেসিয়ার’ (অবেদন বা অচেতন) অধীনে ছিলেন।  এর আগে তিনি সাময়িকভাবে প্রেসিডেন্টের ক্ষমতা ভাইস প্রেসিডেন্টকে প্রদান করেন।

হোয়াইট হাউস মুখপাত্র জেন সাকি এক টুইট বার্তায় বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন ভাইস প্রেসিডেন্ট ও হোয়াইট হাউসের চিফ অব স্টাফের সকাল ১১টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ১৫ মিনিটে) কথা বলেছেন।  প্রেসিডেন্ট ভালো আছেন এবং তার দায়িত্ব পালন আবার শুরু করেছেন।  নিয়মিত শারীরিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তিনি ওয়াল্টার রিডে (ওয়াল্টার রিড আর্মি মেডিক্যাল সেন্টারে) থাকবেন।’

one pherma

৭৯ বছর বয়সী জো বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।  আর কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট।  এর আগে প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ২০০২ ও ২০০৭ সালে যখন কোলোনোস্কোপি করেন তখন ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন।

ইবাংলা/এএমখান/২০ নভেম্বর, ২০২১

Contact Us