রাজবাড়ীতে জমে উঠেছে শীতবস্ত্রের বাজার

রাজবাড়ী প্রতিনিধি :

ঘন কুয়াশায় ঢেকে গেছে প্রকৃতি।  ঘর থেকে বাইরে বের হলে গা শিউরে ওঠে।  কারণ শীত এসেছে।  এমন সময়ে রাজবাড়ী জেলায় শহরের ফুটপাতগুলোতে জমে উঠেছে শীতের গরম কাপড়ের কেনাকাটা।  শীতের শুরুতেই কম মূল্যে এসব পোশাক কেনার জন্য ভিড় করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষজন।

Islami Bank

শুক্রবার (১৯ নভেম্বর) সরেজমিনে শহরের রেলগেট এলাকা ঘুরে দেখা যায়-শিশু, নারী, পুরুষসহ সব বয়সের মানুষের শীতের পোশাক রয়েছে দোকানগুলোতে।

শীতবস্ত্র কিনতে আসা শারমিন বৃষ্টি নামে একজন জানান, শীত সবে শুরু হয়েছে।  এখনই কাপড়ের যে দাম বৃদ্ধি পেয়েছে শীত বাড়লে নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাবে ফুটপাতের গরম কাপড়।

one pherma

ফুটপাতের দোকানদার শিমুল বলেন, এখনও তেমন একটা শীত পড়েনি। তারপরও বিক্রি ভালোই হচ্ছে।  তবে গত শীতে মানুষ যে মূল্যে গরম কাপড় কিনেছে এবার তা পাবে না।  কারণ গতবারের চেয়ে কাপড়ের দাম বেশি ধরছে পাইকাররা।

ইবাংলা/এএমখান/২০ নভেম্বর, ২০২১

Contact Us