বিদ্রোহী প্রার্থীরা পাবেন না দলীয় মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন বিদ্রোহী প্রার্থীদের পরবর্তীতে আর দলীয় মনোনয়ন দেওয়া হবে না । আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শেষে এ কথা বলেন।

Islami Bank

আরো পড়ুন: ‘উনাকে ভুল বুঝানো হয়েছে’

তিনি বলেন, ভবিষ্যতে কোথাও যদি দলের সিদ্ধান্তের বাইরে কেউ বিদ্রোহীদের নাম পাঠায় বা সহযোগিতা করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোনো জেলা, উপজেলা এমনকি জনপ্রতিনিধিও কোনো বিদ্রোহীর পক্ষে কাজ করে, ইন্ধন দেয়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

one pherma

সহযোগী সংগঠনগুলোর সম্মেলন নিয়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে কাদের বলেন, বৈঠকে সহযোগী সংগঠনের বিষয়ে কোনো আলাপ হয়নি। আমাদের দলের কিছু ইউনিটের সম্মেলনের বিষয়ে আলোচনা হয়েছে।

ইবাংলা /টিপি /২০ নভেম্বর ২০২১

Contact Us