অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, চট্টগ্রামে

চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়ার হাট এলাকা থেকে আজ শনিবার (২০ নভেম্বর) সকালে তার লাশ উদ্ধার করা হয়।

Islami Bank

রাউজান থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়ার হাট এলাকায় অজ্ঞাত এক তরুণীর লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই তরুণীর লাশ উদ্ধার করে। এ তরুণীর পরিচয় এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

one pherma

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে রাস্তার পাশে তার লাশ রেখে যায়।

ইবাংলা / নাঈম/ ২০ নভেম্বর ২০২১

Contact Us