আমির খানের ৩য় বিয়ের গুঞ্জন

তাসিন

বলিউডে গুঞ্জন ছড়িয়েছে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আমিরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আসন্ন ‘লাল সিং চাড্ডা’ সিনেমার মুক্তির পরেই বিয়ের আসরে বসবেন এ অভিনেতা।

Islami Bank

আমিরকে ডাকা হয় ‘মিস্টার পারফেক্টশনিস্ট’। সিনেমায় চরিত্র রূপায়ন থেকে শুরু করে সব কাজ খুব নিখুঁতভাবে করতে পছন্দ করেন তিনি। তবে তার ব্যক্তিগত জীবনের হিসাবটা একটু অন্য রকম। প্রথমে ভালোবেসে রিনা দত্তকে বিয়ে করেন। পরে তাকে ডিভোর্স দিয়ে নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে ঘর বাঁধেন আমির। কিন্তু কিছুদিন আগে সেটিও ভেঙে যায়।

ভারতীয় একাধীক সংবাদমাধ্যম জানিয়েছে, ৫৬ বছর বয়সী আমির খান, ২৯ বছর বয়সী ফাতিমা সানা শেখের সঙ্গে তৃতীয় বিয়ে করছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে আমির খান জানিয়েছে এখনই বিয়ে করছেন না তিনি। কারণ হিসেবে বলেছেন, আমি চাই না যে ব্যক্তিগত কারণে সিনেমার ওপর কোনো প্রভাব পড়ুক।

one pherma

উল্লেখ্য, ১৯৮৬ সালে ১ম স্ত্রী রিনা দত্তকে বিয়ে করেন আমির খান। সে সংসারে আমির-রিনা’র আছে দুই সন্তান জুনাইদ ও ইরা। ২০০২ সালে তাদের বিবাহ বিচ্ছেদের পর সহকর্মী কিরণ রাওয়ের সাথে ঘনিষ্ঠতা বাড়তে থাকে মি. পারফেকশনিস্টের। ২০০৫ এ বিয়েও করেন এ জুটি, কিন্তু চলতি বছরের ৩ জুলাই হঠাৎ করেই তারা ঘোষণা দেন যে তারা আর একসাথে থাকছেন না। এরপর, বলিউড পাড়ায় আমিরের সাথে বিভিন্ন অভিনেত্রীর নাম জড়িয়ে বিভিন্ন মুখরোচক গুজব ছড়িয়ে পড়লে সেগুলোকে উড়িয়ে দিয়েছিলেন আমির নিজেই। তবে এবার আর বিয়ের খবর সরাসরি নাকচ করেননি আমির।

ইবাংলা / এইচ / ২০ নভেম্বর, ২০২১

Contact Us