ক্যাসেমিরোর গোলে শেষ আটে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক:
নেইমারের কর্ণারে ক্যাসেমিরোর শেষ মিনিটের গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ব্রাজিল। কোপা আমেরিকার ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে শেষদিকে চমক দেখালো ব্রাজিল।
ক্যাসেমিরোর শেষ মিনিটের গোলে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সেলেসাওরা। কলম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন কোচ তিতে। তবে, শুরুটা রঙিন করতে পারেনি সেলেসাওরা।
উল্টো ছয় ম্যাচ পর ব্রাজিলের জালে বল। কলম্বিয়াকে লিড এনে দেন কোপায় প্রথম খেলতে নামা লুইস দিয়াস। ফার্স্ট হাফে বারবার আক্রমণে উঠেও গোলের দেখা পায়নি ব্রাজিল। ৭৮তম মিনিটে সেলেসাওদের সমতায় ফেরান বদলি নামা ফিরমিনো।
তবে রেফারির পায়ে লাগায় গোল বাতিলের আবেদন জানায় ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া। লম্বা সময় ধরে চলে বাকবিতন্ডা। তবে, কলম্বিয়ার আবেদনে সাড়া মিলেনি।
ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে নেইমারের কর্নারে ক্যাসেমিরোর গোল। শেষ আট নিশ্চিত করা মাঠে নামা ব্রাজিল ২-১ ব্যবধানে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে।
আই/ স্পোর্টস/ ২৪ জুন, ২০২১