ট্রাকচাপায় রিকশা আরোহী নিহত

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

কর্মস্থলে যাওয়ার পথে সড়কে ঝরলো প্রাণ ।মানিকগঞ্জে ট্রাকচাপায় আব্দুল আলিম খান (৩২) নামে এক রিকশা আরোহী নিহত হয়েছেন।

Islami Bank

রোববার (২১ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উচুটিয়া এলাকায় ধলেশ্বরী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

নিহত আব্দুল আলিম খানের বাড়ি জেলার ঘিওর উপজেলার জাবরা গ্রামে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।

one pherma

পুলিশ সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বৈতরা এলাকা থেকে রিকশাযোগে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন আব্দুল আলিম খান। উচুটিয়া এলাকায় ধলেশ্বরী সিএনজি স্টেশনের কাছে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে প্রথমে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ নিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। জেলা প্রশাসকের অনুমতি পেলেই মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলার প্রস্ততি চলছে।

ইবাংলা /টিআর /২১ নভেম্বর ২০২১

Contact Us