‘সন্ত্রাসবাদে জিরো টলারেন্স’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। গত ১৩ বছরে সশস্ত্র বাহিনীর যথেষ্ট অগ্রগতি হয়েছে। অত্যাধুনিক যুদ্ধাস্ত্র সংযোজনের মাধ্যমে সক্ষমতা বেড়েছে তিন বাহিনীর।
রোববার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

Islami Bank

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিরক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নেও ব্যাপক কাজ করে চলেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এখনও জাতিসংঘ মিশনে এক নম্বরে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনায় গঠিত সশস্ত্র বাহিনী দেশের অহংকার।

আরও পড়ুন: ‘সশস্ত্র বাহিনী দিবস’ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

one pherma

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সশস্ত্র বাহিনীকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে দেশের গৌরব বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ইবাংলা /টিআর /২১ নভেম্বর ২০২১

Contact Us